ফেসবুকে রিলস তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৯ নভেম্বর ২০২২

ইনস্টাগ্রামে রিলস ভিডিও একটি জনপ্রিয় ফিচার। টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই শর্ট ভিডিও তৈরি ফিচার নিয়ে আসে সাইটটি। এবার মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালু হয়েছে এই ফিচার।

এখন খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও রিলস ভিডিও তৈরি করে শেয়রা করতে পারবেন বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে থাকছে উপার্জনের ব্যবস্থা। অনেকেই বিভিন্ন ধরনের রিলস ভিডিও শেয়ার করছে ফেসবুকে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেসবুকে রিলস ভিডিও তৈরি করবেন।

>> প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।
>> এবার ফেসবুকের নিউজ ফিডের উপরে থাকা রিলস অপশন সিলেক্ট করুন।
>> এবার ক্রিয়েট রিলসে ক্লিক করুন।
>> অ্যাপে থাকা ক্যামেরার সাহায্যেই ভিডিও বানাতেন পারবেন আবার গ্যালারি থেকেও ভিডিও নিতে পারবেন।
>> এবার রিলস আপলোড করুন। পারবেন ফেসবুকে।

টাইমার সেট করেও রিলস বানানো যাবে। এছাড়াও নিজের পছন্দমতো ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।ভিডিও রেকর্ডিংয়ের সময় অরিজিনাল অডিও যুক্ত করার অপশন যেমন থাকবে, তেমনই ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে গান পছন্দ করেও নিজের রিলসে যুক্ত করা যাবে।

এমনকি রিলস ভিডিওতে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এফেক্ট দিতে পারবেন। ফেসবুকের নিজস্ব এআর লাইব্রেরি রয়েছে। সেখান থেকে এআর এফেক্টস বেছে নেওয়া যাবে। পছন্দমতো ভিডিওর স্পিডও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। স্লোমোশন বা ফাস্ট ফরওয়ার্ড, দু’ধরনের অপশনই থাকবে। ভিডিয়োর পাশাপাশি অডিও স্পিডও বদলানো যাবে ফেসবুক রিলসে।

একবার রিল তৈরি হয়ে গেলে তা ফেসবুকের নিউজ ফিডে শেয়ার করা যাবে। নিজের পছন্দে অডিয়েন্স বা দর্শক বেছে নিতে পারবেন, আবার পাবলিক করেও রাখতে পারবেন।

সূত্র: মেটা হেল্প সেন্টার

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।