যে ৩ বিষয়ে গুগলে সার্চ করলেই পড়বেন বিপদে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২

গুগল এখন নিত্য সঙ্গী সবার। যখন মনে যে প্রশ্ন আসছে গুগলে সার্চ করেই জেনে নেওয়া যায়। হাতে স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই এখন অজানা থাকবে না কোনো কিছুই। কিছু জানতে ইচ্ছা হলেই গুগলে সার্চ করেবেন নিশ্চয়ই। তবে গুগল সার্চ করে বিপদেও পড়তে পারেন।

কিছু সংবেদনশীল বিষয় আছে, যেগুলো সার্চ করলে বিপদে পড়তে পারেন। তাই গুগলে সার্চ করার ব্যাপারে সতর্ক হোন। গুগলের নিজস্ব নিয়ম-কানুন আছে। আপনি যদি গুগলে এমন কিছু সার্চ করেন যা গুগলের নিয়মের পরিপন্থী, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। জেল-জরিমানার ঝামেলায় পড়ে যেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৩টি বিষয় সম্পর্কে। যেগুলো কখনোই গুগলে খুঁজতে যাবেন না-

>> অনেকেই অ্যাডাল্ড কন্টেন্ট বা পর্নোগ্রাফি সার্চ করেন গুগলে। এটি খুবই বিপজ্জনক। বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করা বা এই সম্পর্কিত কিছু শেয়ার করা অপরাধ। আপনি যদি এটি সার্চ করেন তাহলে গুগলে নিয়ম ও আইন লঙ্ঘনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে পারে।

>> অনেকেই অনেক বিষয়ে খুব কৌতূহলী থাকেন। বিশেষ করে কিশোর-কিশোরীরা। বিজ্ঞান বিষয়ে নানান কিছু জানতে দ্বারস্থ হন গুগলের। তবে ভুল করেও বোমা তৈরি নিয়ে কিছু জানতে চাইবেন না। সাইবার সেল সবসময় এই ধরনের অনুসন্ধানে নজর রাখে। তাই গুগলে এ ধরনের জিনিস সার্চ করা এড়িয়ে চলুন।

>> গর্ভপাত সংক্রান্ত কিছু গুগলে সার্চ করলেই বিপদে পড়তে পারেন। এটি অনেক দেশেই আইনতভাবে নিষিদ্ধ। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভপাত করানো খুবই বিপজ্জনক। অতএব গুগলে গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ, যার জন্য আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে গুগল।

সূত্র: গিজনেক্সট

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।