সবচেয়ে সস্তার ই-কার আনছে টাটা মোটরস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

টাটা নিক্সন ও টাটা টিগরের পর এবার আরও একটি বৈদ্যুতিক গাড়ির ঘোষণা দিল সংস্থাটি। খুব শিগগির ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হতে চলেছে টাটা। এবার একটি নতুন ইলেকট্রিক ভ্যারিয়েন্ট পেতে চলেছে দেশের অন্যতম পছন্দের ছোট গাড়ি টাটা টিয়াগো।

টাটা বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মনোযোগ দিয়েছে বেশ কয়েক বছর আগেই। এরই মধ্যে টাটার দুটি বৈদ্যুতিক গাড়ি বাজার মাতাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাজারে মোট ১০টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। এসইউভি সহ সেডান ও হ্যাচব্যাক সেগমেন্টেও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা ছিলই টাটা মোটরসের। টাটা টিয়াগোর নতুন ইলেকট্রিক ভ্যারিয়েন্টটি সেই লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

টাটা নিক্সন ও টাটা টিগরের মতোই টাটা টিয়াগোতেও জিপট্রন প্রযুক্তি ব্যবহার করা হবে বলেই মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। তবে লুক বা ফিচারের দিক থেকে পুরোনো টিয়াগো ও এই নতুন বৈদ্যুতিক গাড়ির মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না বলেই মনে করা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির সিগনেচার টিল ব্লু ও ডেটোনা গ্রে এই দুটি রঙেই পাওয়া যাবে নতুন টিয়াগো।

যদিও এখনো পর্যন্ত এই গাড়িটির লঞ্চ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২২ সালের শেষে কিংবা ২০২৩ সালের শুরুতেই বাজারে আসতে পারে গাড়িটি। এটি হতে চলেছে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি। ধারণা করা হচ্ছে টাটা টিয়াগোর দাম ভারতীয় মুদ্রায় ১০ লাখের নিচেই হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।