ডাইরাক ৩.০ স্টেরিও সাউন্ড সিস্টেমের অপো এ৫৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য প্রযুক্তি অনুষঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। শুধু যোগাযোগের জন্যই নয়, ইন্টারনেটের কল্যাণে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও স্মার্টফোন ডিভাইস শিক্ষা ও বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে ডিভাইস নির্মাতারাও প্রতিনিয়ত নতুন সুযোগ-সুবিধা সংবলিত স্মার্টফোন বাজারে আনছে।

সম্প্রতি অপো দেশের বাজারে তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। অপো এ৫৭ মডেলের স্মার্টফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, শক্তিশালী ব্যাটারি, চমৎকার ডিজাইন, সাইড-মাউন্ডেট ফিঙ্গারপ্রিন্টসহ একাধিক ফ্ল্যাগশিপ মানের ফিচার রেখেছে অপো।

নতুন এ ডিভাইসটিতে রয়েছে বেশ কিছু নতুনত্ব। এক নজরে দেখে নিন নতুন এ ডিভাইসটি সম্পর্কে সব তথ্য-
ডিসপ্লে: অপো এ৫৭ স্মার্টফোনে ৮৯.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর ১৬১২*৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজল্যুশনের ৬ দশমিক ৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ২৬৯ পিপিআই ডেনসিটির তুলনামূলক বড় ডিসপ্লে গেমিং ও মুভি দেখার ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১২ প্লাটফর্মভিত্তিক অপোর নিজস্ব কাস্টম ইউআই ১২.১ চালিত ডিভাইসটি দ্রুত কার্যসম্পাদনে সহায়তা করবে। ডিভাইসটির হালনাগাদ ইউআই ১২.১ প্রাইভেসি ও পারফরমেন্সকে উন্নত করে। একই সঙ্গে সুপার পাওয়ার সেভিং মোড সিপিইউ স্পিড ও কার্যক্রমকে অল্প চার্জের মাধ্যমেও দীর্ঘক্ষণ সচল রাখে।

অন্যদিকে, সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই, রাতারাতি ব্যাটারি ফুরিয়ে যাওয়াকে মাত্র ২ শতাংশে কমিয়ে আনে, যা ব্যবহারকারীদের প্রতি রাতে চার্জ করার প্রয়োজন থেকে নির্ভার রাখে।

প্রসেসর: অপোর এ৫৭ ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার কারা হয়েছে। ৮ কোর বিশিষ্ট এ প্রসেসর ২ দশমিক ৩ গিগাহার্টজ সর্বোচ্চ গতি নিশ্চিত করবে। বাজেট ফোন হলেও প্রসেসরের কারণে অপোর নতুন ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে।

স্টোরেজ: ডিভাইসটিতে ৪ গিগাবাইট র্যাম রয়েছে, যা ৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া ৬৪ গিগাবাইট রম বাড়িয়ে ১ টেরাবাইট করার সুবিধা রয়েছে। ইইউএসবি ওটিজি সমর্থিত ডিভাইসটির ব্যবহারকারীকে স্টোরেজ নিয়ে জটিলতায় পড়তে হবে না।

ক্যামেরা: অপো এ৫৭ স্মার্টফোনে এআই ডুয়াল ক্যামেরা সেট-আপসহ আল্ট্রা-হাই রেজল্যুশনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই পোর্ট্রেটসহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কাজেই ডিভাইসটি স্মার্টফোন ফটোগ্রাফির চাহিদা অনেকটাই পূরণ করবে।

ব্যাটারি: ডিভাইসটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেয়। ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং থাকায় এর ব্যাটারি ৩০ মিনিটের মধ্যে ৫১ শতাংশেরও বেশি চার্জ হবে। ব্যাটারি একবার ফুল চার্জ করে নিলে টানা ১৫ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং অথবা স্ট্যান্ডবাইতে ১২.৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।

অন্যান্য সেন্সর: এতে ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকোগনিশন, জিওম্যাগনেটিক, প্রোক্সিমিটি, অ্যাকসেলারো মিটার ও গ্র্যাভেটি সেন্সর রয়েছে।

দাম: ১৭ হাজার ৯৯০ টাকা।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।