স্মার্টফোনে ডকুমেন্ট স্ক্যান করে রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৫ আগস্ট ২০২২

স্মার্টফোন এখন নিত্যসঙ্গী। যেখানেই যান না কেন সঙ্গে আর কিছু থাকুক আর না থাকুক স্মার্টফোন ঠিকই সঙ্গে থাকে। তাই যে কোনো দরকারি কাগজপত্র ফোনে স্ক্যান করে রাখতে পারেন। যখন তখন যেখানেই দরকার হোন না কেন কাগজ আনতে বাড়িতে ফিরে যেতে হবে না।

খুব সহজেই ডকুমেন্ট স্ক্যান করে ফোনেই স্টোর করে রাখতে পারবেন। ফোনে ডকুমেন্ট স্ক্যান করার দু’টি উপায় রয়েছে। একটি হলো গুগল ড্রাইভের মাধ্যমে, অন্যটি হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে। তবে চলুন আজ জেনে নেওয়া যাক গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট স্ক্যান করার উপায়-

>> এজন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ ওপেন করুন।
>> এখানে প্লাস চিহ্ন পাবেন, সেটিতে ক্লিক করুন।
>> সেখান থেকে স্ক্যান অপশনটি বেছে নিন।
>> যে ডকুমেন্টটি স্ক্যান করতে চান সেটি স্ক্যান করুন। এবারে ডকুমেন্টটি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিন।
>> এরপর, '√' চিহ্নে ক্লিক করুন।
>> আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ড্রাইভে সেভ করে নিন।

সূত্র: ৯টু৫গুগল

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।