পুরোনো ফোন বিক্রির আগে যে ৫ কাজ করা আবশ্যক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৩ জুলাই ২০২২

অনেকেই নতুন স্মর্টফোনের মডেল আসতেই পুরোনোটি বিক্রি করে দেন। কেউ অনলাইনে ফোন বিক্রি করেন তো আবার অনেকে অবার বিভিন্ন ই-কমার্স সাইটে।

তবে পুরোনো স্মার্টফোনটি বিক্রির আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। না হলে বিপদে পড়তে পারেন আপনি। জেনে নিন ফোন বিক্রির আগে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি-

>> প্রত্যেকের ফোনেই ব্যক্তিগত অনেক ছবি থাকে। সেক্ষেত্রে ফোন বিক্রির আগে অবশ্যই গ্যালারি থেকে সব ছবি ডিলিট করে দিন। গুরুত্বপূর্ণ কোনো ছবি থাকলে অবশ্যই সেই ছবি কোনো ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন।

>> ফোন থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট করাও আবশ্যক। অনেকের ফোনেই অনলাইন ব্যাংকিং অ্যাপ থাকে আবার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো গুরুত্বপূর্ণ অ্যাপও থাকে।

ফলে ফোন বিক্রির আগে সব ধরনের অ্যাপ ফোন থেকে ডিলিট করুন। কারণ এসব অ্যাপ ফোনে থাকলে অন্য কেউ তা অ্যাকসেস করতেও পারে।

>> ফোন বিক্রির সময় অবশ্যই তা আনলক করে দিন। না হলে যে ব্যক্তি কিনবেন তিনি সমস্যায় পড়তে পারেন।

>> প্রতিটি স্মার্টফোনের অ্যাকাউন্টের সঙ্গেই মেইল অ্যাকাউন্ট লিঙ্ক করা জরুরি। ফোন বিক্রির অনেকেই জি মেইল অ্যাকাউন্ট ডিলিঙ্ক করতে ভুলে যান। অবশ্যই এ বিষয়ে নজর রাখা জরুরি।

>> পুরোনো স্মার্টফোনটি বিক্রির আগে অবশ্যই তা ফরমেট করে নিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কাজ। না হলে আপনি বিপদে পড়েতে পারেন।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।