এক মাসে ৩ লাখ বাইক বিক্রির রেকর্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৩ এপ্রিল ২০২২

বর্তমানে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছানো যেন অসম্ভব এক সত্য হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে যেমন ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন তেমনি সময়ের অপচয়ও হচ্ছে অনেক। এ কারণে নারী পুরুষ সবার কাছেই দুই চাকার বাহনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আর এ কারণেই বাড়ছে বাইক ও স্কুটার বিক্রি। বিশ্বের অন্যতম টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস এক মাসেই বিক্রি করেছে ৩ লাখের বেশি বাইক ও স্কুটার। সম্প্রতি ভারতের অন্যতম বৃহত্তম টু-হুইলার সংস্থা টিভিএস মার্চে ৩ লাখ ৭ হাজার ৯৫৪টি গাড়ি বিক্রির কথা ঘোষণা করলো।

ফেব্রুয়ারির চেয়ে যা ১১ হাজার ২০৪টি বেশি। যদিও ২০২১-এর একই সময়ে টিভিএসের ৩ লাখ ২২ হাজার ৬৪৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। সে হিসাবে কিছুটা কম বিক্রি হয়েছে এ বছর টিভিএসের।

টিভিএসের দাবি, সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ ব্যহত হওয়ায় উৎপাদন ক্ষমতা কমেছে তাদের। যার সরাসরি প্রভাব পড়েছে Apache সিরিজের মতো প্রিমিয়াম মোটরসাইকেলের বিক্রিতে। তবে আগামী কয়েকমাসের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে বলেই মনে করছে টিভিএস।

তবে নানা বাধা থাকার পরও গত বছরের শেষ ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে টিভিএসের বিক্রি অনেকটা বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার ইউনিট মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করতে পেরেছে টিভিএস। যেটা বেড়ে ২০২২ সালের জানুয়ারি-মার্চে ৮ লাখ ৮৭ হাজার ইউনিটে পৌঁছেছে।

সূত্র: বিজনেস ইনসাইডার

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।