গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়
টেক জায়ান্ট গুগলের সার্চিং ব্রাউজার গুগল ক্রোমের ব্যবহারকারী রয়েছে সারাবিশ্বেই। অন্যান্য ব্রাউজার থেকে অনেক বেশি নিরাপদ হওয়ায় এর জনপ্রিয়তাও বাড়ছে প্রতিনিয়ত। গুগল ক্রোমের বড় একটি সুবিধা এর সার্চ সাজেশন। ধরুন, আপনি কিছু একটা সার্চ দেওয়ার জন্য লিখতে শুরু করেছেন তখন সেই রিলেটেট কিংবা কাছাকাছি অনেক কিছুই সাজেস্ট করে এই ব্রাউজার।
আপনি হয়তো যা খুঁজছেন তা সহজেই পেয়ে গেলেন সাজেশনে। এতে কখনো কখনো সুবিধা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই এটি অসুবিধার কারণ হতে পারে। অনেক সময় এমন হয় যে উল্টা পাল্টা সাজেশন সামনে আসে যা আমরা স্ক্রিন থেকে সরিয়ে উঠতে পারিনা, আবার কখনো কখনো ভুলবশত সেটিতে ক্লিকও হয়ে যায়।
যা পরবর্তীতে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। এই ঝামেলা এড়াতে আপনি সাজেশন ফিচার বন্ধ করে রাখতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে এই কাজটি খুব সহজেই করা যায়। চলুন জেনে নেওয়া যাক নিই কিভাবে গুগল ক্রোমের সার্চ সাজেশন বন্ধ করবেন
> প্রথমে আপনার ডেস্কটপের ক্রোম ব্রাউজারের ওপরের ডানদিকে থ্রি ডট অপশনে ক্লিক করুন।
> ড্রপডাউন থেকে ‘সেটিংস’ বিকল্প বেছে নিন।
> এরপর ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিস’ অপশন নির্বাচন করুন।
> স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করুন এবং ‘অটোকমপ্লিট সার্চেস অ্যান্ড ইউআরএলস’ অপশনের টগলটি বন্ধ করে দিন।
সূত্র: মেকইউজঅব
কেএসকে/এএসএম