বাংলায় ফেসবুক ব্যবহারের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৪ মার্চ ২০২২

 

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আট থেকে আশি সব বয়সী মানুষের কাছেই ফেসবুক হয়ে উঠেছে নিত্য সঙ্গী। পুরোনো বন্ধুকে খুঁজে নেওয়া থেকে নতুন বন্ধু পাওয়ার জন্যও অনেকে ব্যবহার করেন প্ল্যাটফর্মটি।

সারাবিশ্বে ২৮৫ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। বাংলাদেশে এর সংখ্যা নেহাত কম নয়। এত বেশি জনপ্রিয়তার কারণেই ফেসবুকে রয়েছে একাধিক ভাষায় ব্যবহারের সুযোগ। ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল, মারাঠি, তেলেগু, ফ্রেঞ্চ, স্প্যানিশসহ ১০০ টিরও বেশি ভাষায় ফেসবুক ব্যবহার হচ্ছে।

অনেকেই হয়তো ফিচারটি সম্পর্কে জানেন না। আপনার অ্যান্ড্রয়েড, আইফোন কিংবা ডেস্কটপ থেকেও ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বাংলায় পরিবর্তন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই কাজটি করবেন-

অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে করতে হলে-
> প্রথমেই আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ ওপেন করুন।
> ডান দিকে উপরে মেনু ট্যাব ক্লিক করুন।
> স্ক্রোল ডাউন করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings & Privacy) বেছে নিন।
> এরপর স্ক্রিনের নিচে থাকা সেটিংস সিলেক্ট করুন।
> সেখানে থাকা ল্যাংগুয়েজ অ্যান্ড রিজন (Language & Region) ক্লিক করুন।
> পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন।
> দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন।
> এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
> এরপরে Save অপশন সিলেক্ট করলে আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

কম্পিউওটার থেকে ভাষা বদল করতে চাইলে-
> যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইট ওপেন করুন।
> ডান দিকে উপরে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন।
> এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন।
> এরপর স্ক্রিনে অনেক অপশন দেখতে পাবেন। এখানে ল্যাংগুয়েজ বেছে নিন।
> এখানে সরাসরি ভাষা পরিবর্তনের মেনু ওপেন হয়ে যাবে।
>ফেসবুক ল্যাংগুয়েজের পাশে এডিট (Edit) বাটন দেখতে পাবেন।
> এবার ড্রপ ডাউন মেনু থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
> এরপর সেভ চেঞ্জেস সিলেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।