সোশ্যাল মিডিয়ায় আসক্তি ঠেকাতে আইন প্রস্তাব
ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ব্যবহারকারীদের আসক্তি মোকাবিলায় নতুন বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর।
ডেমোক্রেটিক পার্টির সিনেটর এমি ক্লবুশার এবং রিপাবলিকান পার্টির সিনেটর সিনথিয়া লুমিসের ওই প্রস্তাবের অধীনে গবেষণায় নামবে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ এবং ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’।
সিনেটর ক্লবুশারের দপ্তর থেকে পাওয়া এক বিবৃতির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি মোকাবিলায় ফেসবুকের মতো অন্যান্য প্রতিষ্ঠানের সম্ভাব্য করণীয় নিয়ে গবেষণা করবে সংস্থা দুটি।
‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ এবং ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’র গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরি করবে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’।
নীতিমালা না মানলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে।
বিবৃতিতে সিনেটর ক্লবুশার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলে এসেছে, ‘আমাদের বিশ্বাস করো। আমরা পারব।’ কিন্তু এখন আমরা জানি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বারবার মানুষের চেয়ে মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘তাদের অ্যালগরিদম ব্যবহারকারীদের ধরে রাখতে বিপজ্জনক কনটেন্ট দেখায় এবং ভুয়া তথ্য ছড়ায়। বিলটি ওই সমস্যাগুলো নিয়ে কাজ করবে।’
একেআর/এসইউ/জেআইএম