চাইলেই বদলাতে পারবেন হোয়াটসঅ্যাপের আইকনের রং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১

বর্তমানে অনলাইন মেসেজিং অ্য়াপগুলোর মধ্যে সবচেয়ে ব্যবহৃত এবং জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অনেকেই বহু বছর ধরে এই অ্যাপ ব্যবহার করছেন। আবার কেউ কেউ সবে শুরু করেছেন ব্যবহার। দিন দিন এতে নতুন নতুন ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারও সহজ হয়েছে। এখন শুধু মেসেজিং করাই নয় আরও অনেক কাজেই ব্যবহার হচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন, তারা এর সবুজ রঙের লোগো দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছেন। তবে আপনি চাইলেই এর রং পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য আপনাকে কোনো হাঙ্গামা পোহাতে হবে না। সহজ উপায়েই এই কাজটি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের আইকনের রং সবুজ থেকে সোনালি করতে পারবেন-

> আপনার মোবাইলে ডাউনলোড করুন 'Nova Launcher' নামে একটি অ্যাপ।

> এবার সেখানে গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকন সিলেক্ট করুন।

> গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকনটি ডাউনলোড করুন। এরপর হোমস্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপটি অনেকক্ষণ প্রেস করে থাকুন বা চেপে ধরে থাকুন।

> এরপর স্ক্রিনের উপর একটা 'এডিট পেনসিল' দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে ফোন গ্যালারিতে গিয়ে সোনালি হোয়াটসঅ্যাপ লোগোটি সিলেক্ট করুন। দেখবেন মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ লোগো সবুজ থেকে সোনালি হয়ে যাবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।