ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ভিডিও এবং ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ এর এই সুবিধাটি বর্তমানে ডেস্কটপ অ্যাপের মাধ্যমে পাওয়া যায় না।

তবে এটি শীঘ্রই সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ এর মুখপাত্র হার্ন টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যা ডেস্কটপ অ্যাপটিতে চ্যাটের ভিতরে ভিডিও কল এবং ভয়েস কল এর অপশন উভয়ই দেখায়।

এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরকে একাধিক ডিভাইসের মাধ্যমে কল করার সুবিধা দেবে এবং এটি কেবল স্মার্টফোনে আর সীমাবদ্ধ থাকবে না।

আলেক্স হার্ন দুটি নতুন কল বাটন এর একটি স্ক্রিনশট টুইট করেছেন- ভিডিও কলিং এবং ভয়েস কলিংয়ের জন্য। বর্তমানে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনটিতে সার্চ বাটন রয়েছে, তবে খুব শীঘ্রই ভিডিও এবং কল বাটনগুলো দেখা যাবে।

এই কলিং বাটনগুলো ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে তা এখনো স্পষ্ট নয়, তবে বর্তমানে এটি তার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে ডেস্কটপে ভিডিও মাধ্যমে বার্তাপ্রেরণ এবং ভয়েস কলিং ব্যবস্থাকে আরো আপডেট করে তুলেছে।

তবে ফেসবুক হোয়াটসঅ্যাপ এর এই নতুন ফিচার সম্পর্কে এখন পর্যন্ত কোন ঘোষণা দেয়নি, তবে শীঘ্রই ব্যবহারকারীদের জন্য সুখবর আসবে।

আসিফ এমদাদ/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।