গুগল ফটোসে আর বিনামূল্যে ছবি রাখা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০

অডিও শুনুন

যেকোনা কারণে স্মার্টফোনের স্টোরেজে স্পেস শেষ হয়ে গেলেও, বিকল্প ব্যবস্থাস্বরূপ ভরসা ছিল Google Photos অ্যাপ ৷ সেখানে খুব সহজেই সেভ করে রাখা যেত ছবি ও ভিডিও।

এখন আর সেই সুযোগ থাকছে না। আগামী বছরের জুন মাস থেকে একটি নির্দিষ্ট সীমার পর Google Photos এ ছবি রাখতে খরচ দিতে হবে।

২০২১ এর জুন মাস থেকে গুগল ফটোস অ্যাপে রেখে দেওয়া ছবি, ভিডিওর পরিমাণ ১৫ জিবি পেরোলেই টাকা দিয়ে স্টোরেজ স্পেস কিনতে হবে গ্রাহকদের।

ইতিমধ্যে প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীকে এ খবর মেইল করে জানানো হয়েছে, Google Photos থেকে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, ১ জুনের আগে পর্যন্ত ব্যাক আপ ছবি, ভিডিও এই নতুন নিয়মের আওতায় পড়বে না।

Google-Photo

সেক্ষেত্রে Google Drive-এর জন্য যেভাবে অতিরিক্ত স্টোরেজ কিনতে হয়, এক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে।

উল্লেখ্য, Google জানিয়েছে, ২০২১ সালের জুন মাসে একটি নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল নিয়ে আসতে চলেছে গুগল, যা দিয়ে অস্পষ্ট, ঝাপসা বা তুলনামূলক খারাপ ছবি তথা ভিডিওগুলো দ্রুত শনাক্ত করে সেগুলো দ্রুত অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে পারবেন ব্যবহারকারীরা।

এ নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে বলে আশা করছে গুগল সংস্থা।

এমএমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।