আইফোন ৮ কিনতে চাইলে

আরিফুল ইসলাম আরমান
আরিফুল ইসলাম আরমান আরিফুল ইসলাম আরমান
প্রকাশিত: ০৫:২৯ এএম, ০২ নভেম্বর ২০১৭

বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন ৮। মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির সেন্টারগুলো ছাড়াও গেজেট অ্যান্ড গিয়ার, এক্সিকিউটিভ মেশিন, আই সেন্টার, কম্পিউটার সোর্স, মোবাইল ওয়ার্ল্ড, পিকাবো.কমে আইফোন ৮ পাওয়া যাচ্ছে।

অ্যাপেলের অনুমোদিত প্রতিষ্ঠান কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের বিজনেস কন্ট্রোলার (মোবাইল বিভাগ) মোহাম্মদ আফিস আলমগীর জাগো নিউজকে এতথ্য জানিয়েছেন।

অ্যাপেল জানিয়েছে, নতুন আইফোনে সিঙ্গেল ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক। যা রূপালী, ধূসর ও সোনালী এই তিন রঙে পাওয়া যাচ্ছে। ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ থাকায় আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। সবশেষ প্রযুক্তির ক্যামেরা সেন্সর ও প্রসেসর সম্বলিত এই ফোনে রয়েছে নয়েস রিডাকশন টেকনোলজি ও কালার ফিল্টার। যা ভিডিওর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমযুক্ত ৪কে ভিডিও কোয়ালিটি দেবে।

বাংলাদেশের বাজারে আইফোন ৮ (৬৪ জিবি) ৯২ হাজার, আইফোন ৮ প্লাস (২৫৬ জিবি) ১ লাখ ১১ হাজার ৫০০, আইফোন ৮ প্লাস (৬৪ জিবি) ১ লাখ ৫ হাজার এবং আইফোন ৮ প্লাস (২৫৬ জিবি) ১ লাখ ২৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।