ফেসবুক পোস্টে আসা উল্টাপাল্টা কমেন্টে এখন রিপোর্ট করা যাবে

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের।
নিজেদের প্রিয় মুহূর্ত, বিশেষ দিন, বিশেষ কোনো উৎসব ছবি, ভিডিও পোস্ট করছেন ফেসবুকে। অনেক সময় দেখা যায় অনেকেই সেসব পোস্টে অস্বস্তিকর কমেন্ট করে বসেন। হয়তো আপনি তাকে চেনেনও না। আপনার একটি ছবি কিংবা লেখা পড়েই আপনাকে বিচারের আয়তায় নিয়ে এলো।
সাধারণ ব্যবহারকারীদের চেয়ে এই বিব্রতকর পরিস্থিতিতে বেশি পড়তে হয় সেলিব্রিটিদের। যারা সমাজে পরিচিত মুখ তাদের পোস্ট যেহেতু ‘পাবলিক’ করা থাকে। সেহেতু পাবলিক যে কেউ এসে সেখানে নানান ধরনের বাজে মন্তব্য করেন। অনেক সময় কমেন্ট সেকশন বন্ধ করে রাখেন। তবে এটা তো সমাধান নয়।
- আরও পড়ুন
ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে
পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন যেভাবে
মেটা এবার ব্যবহারকারীদের এই সমস্যার সমাধান নিয়ে এলো। নতুন ফিচার যুক্ত হলো ফেসবুকে। যার মাধ্যমে এখন চাইলেই ব্যবহারকারী অস্বস্তিকর, বিব্রতকর কমেন্টে রিপোর্ট করতে পারবেন।
প্রক্রিয়াটি পোস্ট বা অন্যান্য সামগ্রী রিপোর্ট করার মতোই। দেখে নিন কাজটি কীভাবে করবেন-
>> যে মন্তব্যটি রিপোর্ট করতে চাচ্ছেন তার পাশে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
>> তারপর ‘রিপোর্ট কমেন্ট’ নির্বাচন করুন।
>> অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করে কেন রিপোর্ট করছেন সেই কারণটি সিলেক্ট করুন।
>> অনেক অপশন থাকবে, আপনি কেন রিপোর্ট করছেন তা বেছে নিন।
সূত্র: মেটা হেল্প
কেএসকে/জেআইএম