এসি চালানোর সময় যেসব ভুল একেবারেই করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ১৮ মার্চ ২০২৫

গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। ঘরে পুরোনো এসি থাকলে সাবধান হোন। দীর্ঘদিন পর এসি চালালে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না।

আসুন জেনে নেই সেগুলো কী-

ফিল্টার পরিষ্কার না করা: এতে এসির এয়ারফ্লো কমে যাবে, ঠাণ্ডা কম হবে, বিদ্যুৎ খরচ বাড়বে।

বিজ্ঞাপন

হঠাৎ চালু করে লো টেম্পারেচারে সেট করা: এতে কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হতে পারে।

ওয়্যারিং ও গ্যাস লিকেজ চেক না করা: ফলে এসি নষ্ট হতে পারে বা বিদ্যুৎ বিপদ ঘটতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ সময় এসি বন্ধ রাখার পর সরাসরি হাই পাওয়ারে চালানো: এতে এসির মোটর ও কম্প্রেসরের ক্ষতি হতে পারে।

এসি চালুর আগে করণীয়:

১. বাইরের ইউনিট পরিষ্কার করুন
বাইরের ইউনিটে ধুলা, ময়লা, পাতা বা অন্য কোনো আবর্জনা জমেছে কি না তা দেখে পরিষ্কার করুন। ফ্যান ব্লেডে কোনো ময়লা থাকলে তা মৃদু ব্রাশ বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

২. ফিল্টার পরিষ্কার করুন
দীর্ঘদিন বন্ধ থাকলে ফিল্টারে প্রচুর ধুলা জমে যেতে পারে, যা বাতাস চলাচল বাধাগ্রস্ত করতে পারে। ফিল্টার খুলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন, অথবা প্রয়োজনে নতুন ফিল্টার লাগান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. ইনডোর ইউনিট পরিষ্কার করুন
ভেতরের ইউনিটের ভেন্ট ও ব্লোয়ারে ধুলা জমে থাকলে তা পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে এসির সামনের অংশ মুছে নিন।

৪. গ্যাস লিকেজ চেক করুন
দীর্ঘদিন পর চালানোর আগে নিশ্চিত করুন যে এসির গ্যাস লিক হয়নি। গ্যাসের স্বল্পতা থাকলে এসি ঠিকমতো ঠাণ্ডা করবে না এবং কম্প্রেসরের ক্ষতি হতে পারে।

৫. ওয়্যারিং ও কানেকশন পরীক্ষা করুন
পাওয়ার সংযোগ ঠিক আছে কি না, তার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা পরীক্ষা করুন। কোনো তার ছেঁড়া থাকলে বা আগের মতো ভালো মনে না হলে ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন।

বিজ্ঞাপন

৬. রিমোট কন্ট্রোল ও ব্যাটারি চেক করুন
অনেক সময় রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাই নতুন ব্যাটারি লাগিয়ে নিন।

৭. টেস্ট রান দিন
প্রথমবার চালানোর সময় কিছুক্ষণ ফ্যান মোড বা ভেন্টিলেশন মোড দিয়ে চালান, যাতে ভেতরের জমে থাকা ধুলা বের হয়ে যায়। এরপর ধীরে ধীরে কুল মোডে দিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।