নতুন গাড়ি আনছে মাহিন্দ্রা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: সংগৃহীত

গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রা নতুন এসইউভি আনলো বাজারে। বড় এসইউভির মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক ট্রিটমেন্ট এখন গাড়ির দুনিয়ায় ট্রেন্ডিং স্টাইল। সেই উপলব্ধি থেকেই মহিন্দ্রা নিয়ে এল স্ক্ররপিও এন কার্বন। দুর্দান্ত কালার এবং ডিজাইনের গাড়িটি সবার পছন্দ হবে বলেই ধারণা সংস্থার।

সম্পূর্ণ কালো লুকে এই গাড়ি দেখতে অনেকটাই সাধারণ কালো গাড়ির থেকে আলাদা। মহিন্দ্রা স্ক্ররপিও এন মেটালিক ব্ল্যাক যা একে আরও উপস্থাপনযোগ্য করে তোলে। উদাহরণস্বরূপ একটি স্মোকড ক্রোম ট্রিটমেন্ট ও কালো অ্যালয় হুইল রয়েছে এই গাড়িতে। যেখানে গাঢ় গ্যালভানো ফিনিশড রুফ রেলগুলো এর গাড়ির চেহারা সম্পূর্ণ আলাদা করে তোলে।

বিজ্ঞাপন

স্ক্ররপিও এন কার্বন সংস্করণ জেড৮ এবং জেড৮এল সাত-সিটার ট্রিম সহ পাওয়া যায়। এর কেবিনেও সম্পূর্ণ কালো থিমের ওপর ডিজাইন করা হয়েছে। এর মধ্যে রয়েছে লেদারেট সিট ও কনট্রাস্ট ডেকো-স্টিচিং। আপনি স্মোকড ক্রোম ফিনিশও পাবেন এর ভেতরে।

নতুন এই গাড়িতে ২.০১ টার্বো পেট্রোল ও ২.২১ ডিজেল সহ ইঞ্জিনের বিকল্পগুলো একই থাকে। যেখানে ডিজেলে ৪x৪ অপশন রয়েছে। কার্বন স্পেশাল অল ব্ল্যাক লুক পেট্রোল ৪x২ ম্যানুয়াল এবং অটোমেটিক ও ডিজেলে ৪x২ এবং ৪x৪ বিকল্প রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেট্রোলের দাম ১০ লাখ ১৯ হাজার রুপি থেকে এবং ডিজেল ম্যানুয়াল ৪x২-এর জন্য ১৯ লাখ ৬৪ হাজার রুপি থেকে শুরু। এই পরিবর্তনগুলো শুধু গাড়ির প্রসাধনী চেহারার মধ্যে সীমাবদ্ধ থেকে রাস্তায় গাড়ির উপস্থিতিতে অন্য় মাত্রা যোগ করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।