নতুন এআই চ্যাটবট আনলেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বর্তমানে এআই কত দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই। হোয়াটসঅ্যাপে এখন অবসরে এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন।

অনেক আগেই এআই চ্যাটবট এনেছে মাইক্রোসফট, গুগল। তবে পিছিয়ে ছিলেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি। যিনি টেক বিশ্বে তাক লাগিয়ে যাচ্ছেন একের পর এক।

বিজ্ঞাপন

যদিও বেশ অনেকদিন আগেই এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই এনেছে তারা। ইলন মাস্কের এক্স সংস্থার এআইয়ের নাম ‘এক্সএআই’। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম গ্রক ৩, আর এই গ্রকের সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সম্ভব।

গ্রক ৩ সম্প্রতি লঞ্চ করেছে এক্সআই। এর আগে গ্রক এবং গ্রক ২ লঞ্চ হয়েছে। গ্রক ৩-এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্শন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা। চ্যাট জিপিটি, ডিপ সার্চ, জেমিনি- এইসব এআই চ্যাটবোটের মতোই এআই মাধ্যমে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক নতুন গ্রক ৩ লঞ্চ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রক আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট। ইলন মাস্ক বলেছেন, গ্রক হলো ‘স্মার্টেস্ট এআই অন আর্থ’। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন ধনকুবের। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনো যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে গ্রকের সাহায্যে। এর পাশাপাশি নতুন আবিষ্কারও সম্ভব।

ইলন মাস্ক এক্স মাধ্যমেই ঘোষণা করেছেন, গ্রক ব্যবহার করার সুযোগ পাবেন ম্যাক ওএস এবং উইন্ডোজে। বিগত ৮ মাসে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। তবে নতুন এক্সআই চ্যাটবোটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচ বেড়ে গেছে। গ্রক এআইয়ের উপলব্ধতা রয়েছে শুধু এক্স মাধ্যমের প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।