নীলফামারীর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২১ জুলাই ২০১৪

নীলফামারীতে ডাকা ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল ৯টা পর্যন্ত ধর্মঘট পালনের পর প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

এর আগে পুলিশের গুলিতে এক বাস চালক আহত হওয়ার প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে জেলার ২২টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

ওই চালককে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি, আহত চালকের উন্নত চিকিৎসা এবং তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিতে পরিবহন ধর্মঘট ডাক দিয়েছিল শ্রমিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।