৬দিনের সফরে ভারত যাচ্ছেন এরশাদ


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৯ জুলাই ২০১৪

ছয় দিনের সফরে হঠাৎ করেই ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ২৫ জুলাই।

এরশাদের ব্যক্তিগত সহকারী ও দলের কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদের সঙ্গে যাচ্ছেন তার শিশু পুত্র এরিখ এরশাদ, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও তার ব্যক্তিগত সহকারী আবদুল ওহাব। উঠবেন ভারতের কুচবিহারে অবস্থিত পৈত্রিক আদি নিবাসে।

দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতে ব্যক্তিগত সফরের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। এ সময় জাতীয় পার্টির পক্ষে জনমত গঠন এবং ভারতের বর্তমান সরকারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারেন এরশাদ। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজনদের সঙ্গেও তার দেখা সাক্ষাতের কথা রয়েছে।

প্রসঙ্গত, ভারতের নরেন্দ্র মোদির নতুন সরকার আমলে সাবেক রাষ্ট্রপতির এটিই প্রথম সফর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।