৫৩ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী


প্রকাশিত: ০২:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে ৫৩ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। আর এ বিষয়ে মামলা করে বিপাকে পড়েছেন ওই ছাত্রীর পরিবার। অপহরণকারীরা ফোনে চাঁদা দাবি করে ওই স্কুলছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

অপহৃত মীম পারভীন মোন্টি সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের আশরাফুল ইসরাম আলহাজের মেয়ে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, মীম পারভীন উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দিয়ে ফেরার বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এসময় ডাহিয়া গ্রামের মুনছুর রহমানের ছেলে আতিউর রহমান শিবলুর নেতৃত্বে ৬/৭জন বখাটে জোর করে মোন্টিকে একটি মাইক্রেবাসে তুলে পালিয়ে যায়। ওইদিনই মোন্টির বাবা আলহাজ বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কিন্তু গত ৫৩ দিনেও অপহৃত মোন্টিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী অপহৃত মোন্টিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের আশ্বাস দিলেও তা কথার মধ্যেই সীমাবদ্ধ আছে।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আমরা মামলাটিকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃতকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু তাদের অবস্থান জানতে না পারায় উদ্ধারে সময় লাগছে।

নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, ইতিমধ্যেই মামলায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছে। পুলিশ মেয়ে ও অভিযুক্তদের অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুত মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।  

রেজাউল করিম রেজা/এফএ/এআরএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।