রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহায়তায় ‘টেকসই উন্নয়নে চায় টেকসই প্রযুক্তি’ শিরোনামে  রাজশাহীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে এই বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহাম্মদ।

Rajshahi-Digital-Fair
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মেলায় রাজশাহী জেলার ২৫টি স্কুল কলেজের ৩০টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে।

শাহরিয়ার অনতু/এফএ/এমএএস/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।