আইপিএলে যোগ দিচ্ছেন টাইগারদের বোলিং কোচ

শেষ হয়েছে ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলাম। এবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলগুলো। আর মাঠের লড়াইয়ে নামার আগে সেরা খেলোয়াড়দের সাথে সেরা কোচদের নিজ শিবিরে ভেড়াতে ব্যস্ত দলগুলো। এবার আইপিএলে নতুন দল হিসেবে নাম লেখানো গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক।
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, হিথ স্ট্রিকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এখনো চুক্তি নবায়ন করেনি। সেক্ষেত্রে বোর্ড থেকে আইপিএলের চাকরি নিতে তাকে বাঁধা দেওয়ার কথা নয়।
২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার পর কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন হিথ স্ট্রিক। বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার পর প্রথমবারের মত পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় করে বাংলাদেশ। দলের পেস ডিপার্টমেন্টও এখন অনেক শক্তিশালী। দলে এখন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদের মত পেসার রয়েছে। আর সে সাফল্য বিবেচনায় এবার তিনি ডাক পাচ্ছেন কোটি টাকার আসর আইপিএলে।
এমআর/পিআর