নতুন প্রজন্মকে হতে হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

জ্ঞান ও প্রযুক্তি বর্তমান বিশ্বের উন্নয়নের প্রধান হাতিয়ার উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে হবে। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির স্থান।

মঙ্গলবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুক্তমঞ্চে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বেশি। নিজের সঙ্গে নিজেকে প্রতিযোগিতা করে আরো অনেক ওপরে উঠতে হবে। দেশের শতভাগ সম্পদের মালিক হচ্ছেন জনগণ, তাই তাদের কাছে রয়েছে আমাদের দায়বদ্ধতা।

মন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়সমূহকে গতানুগতিক ধারায় চলতে দেয়া যাবে না। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। জ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। এখানে বিশ্বমানের শিক্ষা প্রদান ও ভাল মানুষ তৈরি করতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।  

তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে সম্মানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সম্মান না দিতে পারলে আমরা এগুতে পারবো না। সমাজকে এটি গ্রহণ করতে হবে। তাদের ব্যাপারে খুব শিগগিরই সুন্দর সমাধান দেয়া হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। পরাজিত শত্রুরা প্রতিশোধ গ্রহণের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। দেশেকে এগিয়ে নিয়ে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে কোনো সংশয় নেই। বর্হিবিশ্ব এখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি দিচ্ছে।   

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান ও পাঁচ স্কুলের ডিন উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।