কলম্বিয়ায় ৩১০০ নারী জিকা ভাইরাসে আক্রান্ত


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

কলম্বিয়ায় তিন হাজারের বেশি গর্ভবতী নারী মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়্যাল স্যান্তোস শনিবার এ তথ্য জানিয়েছেন। আমেরিকার দেশগুলোতে দ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। খবর রয়টার্সের।

এর আগে শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জিকা ভাইরাসের কারণে তিনজনের প্রাণহানি ঘটেছে বলে প্রথমবারের মত ঘোষণা দেন। তারা বলেন, ওই তিনজনের মৃত্যুর জন্য মশা থেকে জন্ম নেয়া জিকা ভাইরাস দায়ী।

ব্রাজিলে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত অন্তত ৪ হাজার লোকের শরীরে জিকা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।

শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত ৩১০০ গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা তথ্য পেয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে জিকায় আক্রান্তদের মাঝে মাইক্রোসেফালি আছে কিনা তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।