বাড়ি ফেরা হলো না পান্নার


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্য একটি অটোরিকশায় উঠেন হানিফা বেগম পান্না। কয়েকশ গজ দূরে না যেতেই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পান্না মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় অটোরিকশার আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ নামক এলাকায়।

নিহত হানিফা বেগম পান্না (৪৫) ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া শিমুলতলা এলাকার মমিনুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হানিফা বেগম পান্না ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। তিনি প্রতিদিনের ন্যায় অফিস থেকে বের হয়ে বাড়ির যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। কয়েকশ গজ দূরে যেতেই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফা বেগম পান্না মারা যায়। এসময় আরো পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তিনজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গিয়েছেন।

রবিউল এহ্সান রিপন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।