শাবির নৃবিজ্ঞান বিভাগে আন্তর্জাতিক সম্মেলন শনিবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে নৃবিজ্ঞানের সমসাময়িক ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শনিবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনসহ চারটি ভেন্যুতে হওয়া এই সম্মেলন রোববার শেষ হবে।
মাজহারুল ইসলাম জানান, সম্মেলনে দেশ বরেণ্য নৃবিজ্ঞানীরা ছাড়াও প্রবন্ধ উপস্থাপন করবেন ভারত, নেপাল, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আগত নৃবিজ্ঞানীরা।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং সমাপনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুই দিনই সম্মেলনের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আমিনুল হক ভূঁইয়া।
এছাড়া উদ্বোধনী দিনে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আমেরিকান নৃবিজ্ঞানী ড. থেরেস বাঞ্চেট।
সম্মেলনের সদস্য সচিব ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনযুর-উল-হায়দার বলেন, এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে মোট ৮০টি প্রবন্ধ ১৬টি সায়েন্টিফিক সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে।
আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/পিআর