আইএমএসও মহাপরিচালক পদে বাংলাদেশের জয়লাভ


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গনাজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে জয়লাভ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল ৪টায় আইএমএসও’র মহাপরিচালক পদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে এখানে প্রাপ্ত এক বার্তায় এতথ্য প্রকাশ করা হয়।

এবারের আইএমএসও নির্বাচনে বাংলাদেশসহ ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করেন। বাংলাদেশের প্রার্থী ইউরোপের দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানিয়ার প্রার্থী ৩৭ ভোট লাভ করেন।

প্রথমবারের মতো আন্তর্জাতিক এই সংস্থার প্রধান হিসেবে বাংলাদেশের জয়লাভ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।