প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অ্যাডেলের তিরস্কার


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

অনুমতি ছাড়া গান ব্যাবহার করায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করলেন পপ গায়িকা অ্যাডেলে। সম্প্রতি ট্রাম্প তার নির্বাচনি ক্যাম্প এবং র্যালিতে অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ ও ‘স্কাইফল’ গান দুটি ব্যাবহার করেন। এতে বেজায় ক্ষেপেছেন অ্যাডেলে।

এ বিষয়ে অ্যাডেলের একজন প্রতিনিধি মার্কিন দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান, অনুমতি ছাড়া অ্যাডেলের গান কোনো রাজনৈতিক কর্মকান্ডে ব্যাবহার করাটা অনুচিত। এবং এ ব্যাপারে অ্যাডেলের কোন অনুমতি নেই।

সম্প্রতি ‘হ্যালো’ গান দিয়ে  জনপ্রিয়তার শীর্ষে থাকা এ গায়িকা এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের গান অথবা আমাদের স্বর তোমার ওই নোংরা প্রচারণায় না ব্যাবহার করলে খুশি হই।’

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।