প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অ্যাডেলের তিরস্কার
অনুমতি ছাড়া গান ব্যাবহার করায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করলেন পপ গায়িকা অ্যাডেলে। সম্প্রতি ট্রাম্প তার নির্বাচনি ক্যাম্প এবং র্যালিতে অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ ও ‘স্কাইফল’ গান দুটি ব্যাবহার করেন। এতে বেজায় ক্ষেপেছেন অ্যাডেলে।
এ বিষয়ে অ্যাডেলের একজন প্রতিনিধি মার্কিন দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান, অনুমতি ছাড়া অ্যাডেলের গান কোনো রাজনৈতিক কর্মকান্ডে ব্যাবহার করাটা অনুচিত। এবং এ ব্যাপারে অ্যাডেলের কোন অনুমতি নেই।
সম্প্রতি ‘হ্যালো’ গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এ গায়িকা এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের গান অথবা আমাদের স্বর তোমার ওই নোংরা প্রচারণায় না ব্যাবহার করলে খুশি হই।’
আরএএইচ/এলএ/এমএস