টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগীতা


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলের বরুহায় টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলার প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশু কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বরুহা হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সহযোগীতায় কমিক রিলিফ এর অর্থায়নে টাঙ্গাইল ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় ফুটবল, ক্রিকেট, টার্গেট বল ও ডার্টি বোর্ড এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে তিন জেলার প্রায় শতাধিক প্রতিবন্ধি ও অপ্রতিবন্ধী খেলোয়ার অংশ গ্রহন করে।

Disable-People-Sports

টাঙ্গাইল ডিপিওডি এর সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ম্যাজিষ্ট্রেট মোনতাসির জাহান, হ্যান্ডিক্যাপ- ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর বিতালী ইসলাম প্রমুখ।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।