নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২৭ শিক্ষার্থী


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে অনুত্তীর্ণ ১০৪ শিক্ষার্থী পাস করেছে। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২৭ শিক্ষার্থী। অনুত্তীর্ণদের মধ্য থেকে ২৫ জন পেয়েছে জিপিএ-৫।

এছাড়া বিভিন্ন গ্রেডে পাস করা আরও ১০২ পরীক্ষার্থী ‘এ’ প্লাস পেয়েছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র শনিবার এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ড সূত্র মতে, ২০১৫ সালের জেএসসির ফলাফল প্রকাশিত হয়েছিল ওই বছরের ৩১ ডিসেম্বর। ফলাফল প্রকাশের পরদিন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে শিক্ষাবোর্ড। এতে নয় হাজার ৭৪০ পরীক্ষার্থী পুনঃনীরিক্ষণের আবেদন করেছিলো। এরমধ্যে ২৪৫ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১০৪ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। অপর ১৪১ কৃতকার্য শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরক্ষীণে পরিবর্তন হয়ে আরও উন্নতি হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র মতে, আবেদনকারীদের মধ্যে কেউ কেউ অকৃতকার্য ছিল। অনেকে বিভিন্ন গ্রেডে পাস করলেও প্রত্যাশিত ফলাফলের আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। ১৪১ কৃতকার্য শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরক্ষীণে পরিবর্তন হয়েছে। ১০৪ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। তবে আবেদনকারীদের মধ্যে ১২৭ জন পরীক্ষার্থী ‘এ’ প্লাস পেয়েছে।

মিলন রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।