চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৭ নভেম্বর ২০১৪

চীনের গুইঝু প্রদেশে বৃহস্পতিবার সকালে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর আগে বুধবার একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছিল। খবর আলজাজিরার।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খনিটিতে মোট ১৯ জন কর্মরত ছিল। বাকি আটজনের অবস্থা এখনও জানা যায়নি। গুইঝু প্রদেশের সঙ্ঘি শহরের সংলিন খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চীনে প্রায়ই খনি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। গত বছর দেশটিতে খনি সংক্রান্ত ৫৮৯টি দুর্ঘটনা ঘটেছিল। ওই সকল ঘটনায় ১০৪৯ জন নিহত বা নিখোঁজ হয়। তবে ২০১২ সালের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কমে এসেছে। গত জুনেও দেশটিতে খনি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছিল। এ.আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।