একুশে বইমেলায় চার অভিবাসী কবির নতুন বই


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

ঢাকায় একুশের বইমেলা শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা চত্বর সাজছে নতুন আঙ্গিকে। অনেক বই বের হচ্ছে এবার। যেসব বাংলা ভাষাভাষি লেখক দেশের বাইরে থাকেন, তাদের অনেকেরও বই বের হচ্ছে। এই পদযাত্রায় যুক্তরাষ্ট্র অভিবাসী লেখক-কবি`রাও এগিয়ে আছেন।
কবি তমিজ উদদীন লোদী সময়ের শক্তিমান কবি। এবারের বইমেলায় বের হচ্ছে
তাঁর কবিতার বই `অনিবার্য পিপাসার কাছে`। জীবনের আখ্যান ও প্রেম-প্রকৃতির
বিন্যাসে মনন সাজিয়ে কবিতা লিখেন এই কবি। এই গ্রন্থেও এমন কিছু নতুন কবিতা
স্থান পেয়েছে। বইটি প্রকাশ করছে- অ্যাডর্ন পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন এই সময়ের
নান্দনিক শিল্পী তৌহিন হাসান। বইটি মেলার শুরুতেই পাওয়া যাবে বলে প্রকাশনা সূত্রে জানা গেছে।
 
প্রবাসের আরেকজন অন্যতম কবি শামস আল মমীন। তাঁর কবিতায় ফুটে উঠে
বিচিত্র জীবনকল্পের আত্মিক উপাখ্যান। এবারের বইমেলায় বের হচ্ছে তার কবিতার
বই `কেউ হয়তো আমাকে থামতে বলবে`। কাব্যগ্রন্থটি প্রকাশ করছে- আগামী প্রকাশনী।প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। এই বইটিও প্রথম সপ্তাহ থেকে মেলায় পাওয়া যাবে বলে জানা গেছে।
 
এবারের বইমেলায় কবি ফকির ইলিয়াসের তিনটি বই বের হওয়ার কথা রয়েছে।
তাঁর `সাহিত্যের শিল্পঋণ` প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করছে অনুপ্রাণন প্রকাশন।প্রচ্ছদ এঁকেছেন
শিল্পী তৌহিন হাসান। এই গ্রন্থে থাকছে সাহিত্য-মানুষ-কবিতা-সমাজ-সংস্কৃতি বিষয়ক
১৮টি প্রবন্ধ। কবি একযুগেরও বেশি সময়ে এই বইয়ের প্রবন্ধগুলো লিখেছেন বলে জানিয়েছেন।
৭১ এর ৭১ উপন্যাস নামে একটি সিরিজ করছে `বেহুলা বাংলা` প্রকাশন। এই সিরিজে
কবি ফকির ইলিয়াসের একটি উপন্যাস `মেঘাহত চন্দ্রের প্রকার` বের হওয়ার কথা
রয়েছে। এছাড়াও তাঁর `মেঘবাদকদের আর্কাইভ` নামে একটি কবিতার বইও আসতে
পারে মেলায়।

২০১৬ অমর একুশে বই মেলায় আসছে তরুণ ছড়াকার আলম সিদ্দিকী`র তৃতীয় বই নামকাব্য-১।এতে স্থান পেয়েছে ২০০ টি নামকাব্য৷ সংক্ষেপে নামকাব্য হলো ৮ লাইনের একটি বিষয়ভিত্তিক ছড়ার নাম ৷ছড়াকার জানিয়েছেন, বাংলা ছড়া সাহিত্যে এটি একটি নতুনধারা। এর আগে এই লেখকের আরও দুটি ছড়ার বই দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। নামকাব্য-১, প্রকাশ করছে- অনন্যা প্রকাশনী ৷ প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ।

অভিবাসী লেখকরা এই সময়ে লিখছেন বাংলা মূলধারার সাথে পাল্লা দিয়ে। গ্লোবাল ভিলেজ এখন সবাইকে নিয়ে এসেছে একই ছাতার নিচে। তাই ঢাকা আর নিউ ইয়র্ক প্রকাশনা শিল্পে একই পাড়ার এপাশ-ওপাশ বলেই মনে করছেন পাঠকসমাজ।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।