কালীগঞ্জের আশরাফুল ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরের বহুল আলোচিত আয়ুর্বেদিক ওষুধ কারখানা নামে খ্যাত আশরাফুল ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খোলামেলাভাবে ও অপরিষ্কার পরিবেশে ভেজাল হজমি বড়িসহ অন্যান্য ওষুধ উৎপাদনের দায়ে আশরাফুল ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক এনডিসি তাসলিমা আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মতে রঘুনাথপুরের আশরাফুল ল্যাবরেটারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।