উলিপুর পৌরসভাতেও বিএনপি প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী তারিক আবুল আলা ধানের শীষ মার্কা নিয়ে মেয়র পদে জয়লাভ করছেনে।
মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং কর্মর্কতা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীক নিয়ে তারিক আবুল আলা পান ৮ হাজার ৯৯৪ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খেজুর গাছ মার্কা নিয়ে নিকটতম প্রতদ্বন্দ্বী হিসেবে পান ৫ হাজার ৮৫৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ নৌকা মার্কা নিয়ে পায় ৫ হাজার ৪৪৬ ভোট।
 
এ পৌরসভায় মেয়র পদে এবার প্রতদ্বন্দ্বিতা করেন, আব্দুল হামিদ (আ.লীগ), তারিক আবুল আলা (বিএনপি), একেএম সফিকুল ইসলাম দারা (জাপা), জাহাঙ্গীর আলম (ইসলামী আন্দোলন), মোজাম্মেল হক মানিক (জেপি)।

এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৬২৪ জন। মোট ১৮টি কেন্দ্রের মধ্যে ৩০ ডিসেম্বর ১৬টিতে ভোটগ্রহণ হয়। স্থগিত ২টি কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নাজমুল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।