বেরোবিতে শিক্ষকদের কর্মবিরতি : ক্লাস পরীক্ষা স্থগিত


প্রকাশিত: ১২:০১ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী-প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লাগাতার পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতী শুরু করেন শিক্ষকরা। ফলে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে পড়ে।

বেরোবি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড.পরিমল চন্দ্র বর্মণ জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এদিকে, ক্লাস-পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে বেরোবির অর্থনীতি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করে বলেন, এমনিতেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটে জর্জরিত। এখন যদি এভাবে চলে তাহলে শিক্ষার্থীদের অবস্থা কি হবে? সরকার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলোচনা করে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা দরকার।

জিতু কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।