আজকের জোকস : ১১ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১১ জানুয়ারি ২০১৬

১ম বন্ধু : জানিস, আমার ফেসবুক, টুইটার, গুগল প্লাস- সব কটিতে অ্যাকাউন্ট আছে।
২য় বন্ধু : বলিস কী! তোর তো তাহলে জীবন বলে কিছু নেই।
১ম বন্ধু : তাই তো! জীবনের লিঙ্কটা দিস তো!

****

পল্টু কাকা ফোন করলেন কম্পিউটারের দোকানে। বললেন, ‘আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না। আমি, আমার ছেলে, আমার স্ত্রী- কেউই কাজ করতে পারছি না।’
ওপাশ থেকে বলা হলো, ‘আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?
পল্টু কাকা বললেন, অবশ্যই! ফেসবুক!

****

ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।
বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?

****

স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা...কী মজা।’ সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’
শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে এসো বাড়িতে। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধোবে।’
মায়ের কমেন্টে লাইক দিল বাড়ির কাজের লোক!

## Joke of the Day: Jan 11, 2016

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।