শাহবাগে অর্ধশতাধিক ফুলের দোকান উচ্ছেদ


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২২ নভেম্বর ২০১৪

রাজধানীর শাহবাগে অর্ধশতাধিক ফুলের দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পুলিশের সহযোগিতা নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায় ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা ও এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে সিটি কর্পোরেশন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পুলিশ আইনি সহায়তা দিয়েছে।”

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, উচ্ছেদের আগে তাদের সময় না দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফুল ব্যবসায়ী আবুল কালাম বলেন, “আগে থেকে কোনো নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়। ৩০ বছরের মধ্যে এ রকম উচ্ছেদ দেখি নাই।”

উচ্ছেদের মাত্র ১০ মিনিট আগে মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছিল বলে দাবি করেন রোকেয়া বেগম ও রাজন নামে দুই ফুল বিক্রেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।