খাগড়াছড়িতে এফবিসিসিআইয়ের কম্বল বিতরণ


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। শনিবার বিকেলে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির হলরুমে এ কম্বল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক এস এম শফি, খাগড়াছড়ি জেলা খাদ্য-শষ্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বাবুল, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব মো. দিদারুল আলম ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।