খালেদা জিয়া রাজনৈতিক প্রতিবন্ধী : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

রাজনৈতিক নেতাদের মধ্যেও প্রতিবন্ধী আছে। খালেদা জিয়া একজন রাজনৈতিক প্রতিবন্ধী। চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশন ও আলোড়ন’৯২-এর উদ্যোগে মাদারীপুরে শুক্রবার বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

মাদারীপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিবন্ধী অনেক প্রকারের। শুধু শারীরিক বা মানসিক প্রতিবন্ধী নয়।

মন্ত্রী আরও বলেন, বিএনপির মানুষ হত্যা, পেট্রলবোমার রাজনীতি শেষ। দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। তাদের বাঁচানোর জন্য বিএনপি-জামায়াত অনেক কৌশল নিয়েছিলো। তাতেও যুদ্ধাপরাধীদের রক্ষা হয়নি। পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

নৌমন্ত্রী বলেন, চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন অনেক মূল্যবান ছবি এঁকেছেন। এই ছবিগুলো এখন দেশের সম্পদ।

সূর্যসৈনিক বীর মুক্তিযোদ্ধা, কলম সৈনিক সাংবাদিক ও প্রতিবন্ধীদের মাঝে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশন ও আলোড়ন ’৯২-এর সভাপতি কাজী আশিকুর হোসেন অপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শাহজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য অফিসার দীপংকর বর,  ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, আলোড়ন’৯২-এর সাধারণ সম্পাদক তুহিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশীদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বিদ্যুৎ ঘোষ, ঢাকা হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম মনির, ডা. বাপ্পি, ডা. সুমন, ডা. দেবাশিষ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় পাঁচশতাধিক কম্বর বিতরণ করা হয়।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।