বগুড়ায় সানসেড ধ্বসে দুই বোনের মৃত্যু


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬

বগুড়ার গাবতলীতে খেলতে গিয়ে সানসেড ধ্বসে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চক সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বকুলের মেয়ে রশনি (০৯) ও রিস্তা (৫)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বগুড়া শহরের শেরপুর রোড শাখা সোনালী ব্যাংকের হিসাব রক্ষক। তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুপা ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেঝ মেয়ে রশনি মিলিনিয়াম স্কলাসস্টিকা স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। আর ছোট মেয়ে এখনো স্কুলে ভর্তি হয়নি।

শনিবার তারা স্বপরিবারে গ্রামের আত্মীয় বকুলের বাড়ি গাবতলী উপজেলার চক সুলতানপুর গ্রামে ইসলামি জলসায় যোগ দেন। গ্রামে পৌঁছে অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে রশনি ও রিস্তা বাড়ির বাইরে একটি নবনির্মিত বাড়ির মধ্যে খেলছিল। এক পর্যায়ে তারা নবনির্মিত এক বাড়ির জানালার সানসেডের উপরে উঠে। এ সময় সানসেড ধ্বসে পড়ে ঘটনাস্থলেই রশনি মারা যায়। গুরুতর আহত রিস্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। দুই বোনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিকট আত্মীয় হাবিবুর রহমান জানান, শহর থেকে গ্রামে আনন্দ করার জন্য তারা এসেছিলো। কিন্তু তাদের সেই আনন্দ পুরো পরিবারকে শোকাতর করেছে।

লিমন বাসার/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।