চট্টগ্রামে জামায়াতের নিরুত্তাপ হরতাল
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নিরুত্তাপ হরতাল চলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে হরতাল ডাকে দলটি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দরনগরীতে চলছে হরতাল।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও নগরীর কোথাও জামায়াতের নেতা-কর্মীদের মাঠে নামার খবর পাওয়া যায়নি।
সূত্র জানায়, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরীর কমপক্ষে ৮০টি পয়েন্টে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর ৫টা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন। তবে এ পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে বলে জানা গেছে বন্দর সূত্রে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘কোনো ধরনের সহিংসতা, অপ্রীতিকর পরিস্থিতি কাউকে সৃষ্টি করতে দেয়া হবে না।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আউয়াল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
জীবন মুছা/জেডএইচ/পিআর