শেরপুরে তথ্য অফিসের ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ানের আলোকে উন্নয়ন ভাবনা প্রচারে শেরপুরে বিভিন্ন জনবহুল স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দুই দিনব্যাপি ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান করেছে জেলা তথ্য অফিস।

বুধবার সকালে শহরের নবীনগর হাজীর দোকান মোড়, দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে সঙ্গীতানুষ্ঠান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে সঙ্গীত পরিবেশন করা হয়।

তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের তালিকাভুক্ত শিল্পী সনৎ কুমার সাহা, আব্দুল হালিম খান, তাসলিমা চুমকি, তপন মজুমদার ও অজিত কুমার এসব ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানে সচেতনতামূলক গানের পাশপাশি দেশীয় জনপ্রিয় গান পরিবেশন করেন।

জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন বলেন, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গানে গানে অশিক্ষা-বাল্যবিয়ের কুফল, স্যানিটেশন, ডিজিটাল বাংলাদেশ এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক শ্রোতা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।

হাকিম বাবুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।