শর্ত মেনে ৫টায় সমাবেশ শেষ করেনি বিএনপি


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

ডিএমপির দেয়া শর্ত অনুযায়ী বিকেল ৫টার মধ্যেই সমাবেশ শেষ করেনি বিএনপি। বিকেল ৪টা ৫ মিনিট থেকে বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল ৫টা ১৭মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি। ফলে দলটির পক্ষে যথাসময়ে কর্মসূচি শেষ করা সম্ভব হয়নি।

বরং উল্টো সময় কম দেয়ায় সরকারের সমালোচনা করেন বেগম জিয়া। গণতান্ত্রিক আন্দোলনও নির্ধারিত সময়ে শেষ করার শর্ত দেয়ায় কঠোর সমালোচনা করেন তিনি।

এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়ে বিকেল ৫টা ১৭ মিনিটে শেষ হয়। তবে বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে এসে জড়ো হন দলের নেতাকর্মীরা। সমাবেশে টানা ১ ঘণ্টা ১২ মিনিট প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম জিয়া।

জনসভায় বক্তব্য রেখেছেন দলটির শীর্ষ নেতারাও। এদিকে ডিএমপির দেয়া বেশিরভাগ শর্ত মেনেই সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এমএম/এএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।