চুয়াডাঙায় আড়াই কোটি টাকার ভারতীয় কাপড় আটক


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

চুয়াডাঙার জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ নামক স্থান থেকে ২ হাজার ৪শ` ৫০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৪শ` ৫০ পিস থ্রি-পিস, ১১৭টি ভারতীয় শাল, এক হাজার মিটার থান কাপড়সহ একটি ট্রাক আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৫ টার দিকে এগুলো আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ১৮ লক্ষ এক হাজার টাকা।

বিজিবি জানায়, সোমবার ভোরে চুয়াডাঙাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে একদল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হাসাদাহ নামক স্থানে ওঁৎ পেতে ছিলেন। এসময় যশোর সীমান্ত থেকে ছেড়ে আসা চুয়াডাঙাগামী একটি ট্রাকের (যশোর-ট ০২-৯৭) গতিরোধ করলে ট্রাক ফেলে চালকসহ ৪-৫ জন চোরাচালানী পালিয়ে যান। ট্রাক তল্লাশি করে শাড়ি, থ্রি-পিস, শাল, থান কাপড় উদ্ধার করে।

চুয়াডাঙাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সালাউদ্দিন কাজল/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।