মেহেন্দিগঞ্জে লুণ্ঠিত মালামাল ও আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক


প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬
আটককৃতদের দুইজন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত মালামালসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় দেশীয় তৈরি একটি পাইপ গান, ধারালো অস্ত্র ও লুণ্ঠিত দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। রোববার রাতে দুইজন, বিকেলে একজন ও দুপুরে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের মনির ঘরামী, সোহাগ ফরাজী, ভাষানচর ইউনিয়নের জুলহাস প্যাদা ও সামছু ঘরামী। আটক সকলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দে জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মুখোশধারী ডাকাত দল দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের বয়াতীর বাড়িতে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর পরিবারের পাঁচজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ১২ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল, শাড়ি-কাপড়সহ নগদ টাকা নিয়ে যায়।

ডাকাতির খবর ছড়িয়ে পরলে দুপুরে সায়েস্তবাদ ইউনিয়নের মৃধারহাট এলাকা থেকে ডাকাতির লুণ্ঠিত মোবাইলসহ মনির ঘরামীকে জনতা আটক করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পাশবর্তী ভাষানচর ইউনিয়ন থেকে সোহাগ ফরাজীকে আটক করে পুলিশ।

রাতে দেশীয় তৈরি একটি পাইপ গান, একটি ধারালো অস্ত্রসহ জুলহাস ও বেল্লালকে চরবাগরজা এলাকা থেকে আটক করা হয়। বাকিদের আটকে অভিযান চলছে বলে জানান, ওসি।

এ ঘটনায় কাদের বয়াতী বাদী হয়ে আটককৃত চারজনসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।