বঙ্গবন্ধু গোল্ডকাপের পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

গলফের পর এবার ফুটবলের পার্টনার হলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৮ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যশোর এবং ঢাকায়। বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের এয়ারলাইন্স পার্টনার হিসাবে মনোনিত করেছে বাফুফে।

যশোরে উদ্বোধন হওয়ার পর চারদিন খেলা অনুষ্ঠিত হবে সেখানকার শাসুল হুদা স্টেডিয়ামে। এরপর টুর্নামেন্ট চলে আসবে ঢাকায়। টুর্নামেন্টটিতে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলসহ মোট আটটি বিভিন্ন দেশের জাতীয় দল দু’গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারী ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সকল প্রকার খেলাধুলার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০১৬ এ ইউএস-বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়ে আলোড়ন সৃষ্টি করে।

আরএম/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।