কেপ টাউনে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
ডারবানে প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জয় শুরু করেছিল ইংল্যান্ড। কেপ টাউনে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে অবশ্য টস ভাগ্যও স্বাগতিকদের বিপক্ষে। কয়েন নিক্ষেপে জয় গলো অ্যালিস্টার কুকের। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক কুক।
কাঁধের ইনজুরিতে পড়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। তখন থেকেই তার কেপটাউন টেস্ট খেলা অনিশ্চিত হয়ে পড়ে এবং সত্যি সত্যি তাকে ছাড়াই একাদশ গঠন করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। স্টেইনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী ডান হাতি ফাস্ট মিডিয়াম ক্রিম মরিস। এটাই আবার তার টেস্ট অভিষেক। সঙ্গে রয়েছেন তরুণ পেসার কাগিসো রাবাদা, অভিজ্ঞ মর্নে মরকেল।
টস জিতে ব্যাট করতে নেমে অ্যালিস্টার কুক আর আলেক্স হেলস দুর্দান্ত সূচনা এনে দেন ইংল্যান্ডকে। দু’জন মিলে গড়েন ৫৫ রানের জুটি। তবে কাগিসো রাবাদার বলে ক্রিস মরিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অ্যালিস্টার কুক। এ সময় তার রান ছিল ২৭।
৫৫ রানের মাথায় প্রথম উইকেপ পড়ার পর ইংলিশ ব্যাটসম্যানদের ওপর তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি প্রোটিয়া বোলাররা। আলেক্স হেলস তুলে নিলেন তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। নিক কম্পটনকে নিয়ে ইতিমধ্যে ৬১ রানের জুটি গড়ে ফেলেছেন হেলস।
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৩৬ ওভারে ১১৬। ৫৩ রান নিয়ে ব্যাট করছেন আলেক্স হেলস। আর নিক কম্পটন রয়েছেন ২৫ রান নিয়ে উইকেটে।
আইএইচএস/পিআর