না.গঞ্জে ৫৫ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সরকারের নিদের্শনায় প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

শুক্রবার শহরের চাষাড়া প্রিপারেটরি স্কুলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা অনুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্বোধন করেন। এছাড়া নারায়ণগঞ্জ শহরে ও উপজেলার সরকারি ও বেসকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০১৬ সালের নতুন সকল পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এ বছর নারায়ণগঞ্জে পাঁচটি উপজেলায় ৫৫ লক্ষাধিক নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। যার মধ্যে প্রাথমিকের ১৮ লক্ষাধিক ও মাধ্যমিকে ৩৭ লক্ষাধিক নতুন বই দেয়া হয়।

Narayanganj

এদিকে ফতুল্লার কাশিপুর গোয়ালবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল অানুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে বই বিতরণ করেন।  

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া প্রিপারেটরী স্কুলে অনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বই উৎসবের উদ্বোধন করেন। তারপর ধারাবাহিকভাবে জেলার সবগুলো স্কুলে বই উৎসব পালন করা হয়। নারায়ণগঞ্জে পাঁচটি উপজেলায় ৫৫ লক্ষাধিক নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
 
মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।