দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারাল আফগানিস্তান


প্রকাশিত: ০৫:১১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে এসেও আফগানিস্তানের বিপক্ষে হারের স্বাদ পেলো জিম্বাবুয়ে। মোহাম্মদ শাহজাদের হার না মানা ১৩১ রানের সুবাদে ৪ উইকেটের দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রানের লড়াকু পুঁজিই গড়েছিল জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। এ ছাড়া পিটার মুর ৫০ ও হ্যামিল্টন মাসাকাদজা ৪৭ রান করেন।

জিম্বাবুয়ের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের শুরুটাই হয় দুর্দান্ত। নুর আলী জারদান ও মোহাম্মদ শাহজাদ উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেন। নুর আলী (৩১) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৮৭ রানের আরেকটি বড় জুটি গড়েন শাহজাদ।

অবশ্য নবীর (৩৩) বিদায়ে জুটি ভাঙার পর দ্রুতই আরো চার উইকেট হারায় আফগানিস্তান। তবে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি সপ্তম উইকেটে মিরওয়াইস আশরাফের সঙ্গে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন শাহজাদ।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।